অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই

ইসলামী ফ্রন্টের জনসভায় অ্যাডভোকেট ইকবাল হাছান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) সংসদীয় আসনের ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান বলেছেন, আমরা চাই অবাধ, গ্রহণযোগ্য, আধিপত্যবাদমুক্ত নির্বাচন। রাজনীতির নামে সংঘাত, জুলুম ও দখলদারির রাজনীতি আর চলবে না। তিনি গতকাল শনিবার রোয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাব চত্বরে উপজেলা ইসলামী ফ্রন্ট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়ার সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাসানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন। প্রস্তুতি কমিটির সচিব মুফতি সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, মুফতি অছিউর রহমান আলকাদেরী, আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজভী, সৈয়দ ওবাইদুল মোস্তাফা নঈমী আশরাফী, শফিউল বশর মাইজভাণ্ডারি, জরিফ আলী আরমানী, হাফেজ আবদুর রহমান জামী, মাহমুদুর রশিদ মাসুদ, এইচ এম শহিদুল্লাহ, এনাম রেজা, মাস্টার মোহাম্মদ ইসমাইল, আজিম উদ্দিন আহমেদ, সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া প্রমুখ। এতে ইসলামী ফ্রন্টের উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ ছাড়াও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় মোমবাতি প্রতীকের প্রার্থীকে জয় করার আহবান জানান বক্তারা। সভা শেষে এক মিছিল কাপ্তাই সড়কের রোয়াজারহাট বাজার থেকে ইছাখালী পর্যন্ত প্রদক্ষিণ করেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধবাসার ছিটকিনি কেটে চুরি তিনজন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও মোবাইল উদ্ধার
পরবর্তী নিবন্ধবসতঘরে ইয়াবা মা-মেয়েসহ গ্রেপ্তার ৩