জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে লুকিয়ে থাকা নেতাকর্মীদের জনগণের মুখোমুখি করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তাই জনগণকে ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে জাতীয় ঐক্যের ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না করলে ফ্যাসিবাদ কবর রচনা করা অসম্ভব। তারা বিভিন্ন নামে বেনামে নির্বাচন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবে। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে ঐক্যবদ্ধ নির্বাচন দিলেই ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হবে।
গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে বার্ষিক পরিকল্পনার ওরিয়েন্টেশন ও দায়িত্বশীল শিক্ষাবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে শিক্ষাবৈঠকে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, মহানগরীর নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ জাকারিয়া, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন, বায়তুলমাল সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, অফিস সেক্রেটারী নুরুল হক, কর্মপরিষদ সদস্য, মাওলানা আরেফে জামী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা ও মাওলানা আরিফুর রশীদ, লোহাগাড়া উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, বোয়ালখালী উপজেলা আমীর ডা. খোরশেদ আলম, উত্তর সাতকানিয়া আমীর মাস্টার সিরাজুল ইসলাম, কালারপুল সাংগঠনিক থানার আমীর মাস্টার এস এম নাছির উদ্দীন, চন্দনাইশ উপজেলা আমীর মাওলানা কুতুব উদ্দীন, পটিয়া উপজেলা আমীর জসীম উদ্দীন, আনোয়ারা উপজেলা আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আবদুল গণি, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।