অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে

দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের বর্ধিত সভায় এম এ মতিন

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মতিন বলেছেন, দেশে ছাত্র অভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের পতন হলেও নির্বাচিত সরকার ক্ষমতায় না আসায় দেশে চরম নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান।

তিনি সম্প্রতি পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দক্ষিণ জেলা সভাপতি ফেরদৌসুল আলমের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক আলী হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস আল কাদেরীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ। অধ্যক্ষ খলিলুর রহমান নিজামীর উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, অধ্যক্ষ আবু তালেব বেলাল, যুগ্ম মহাসচিব মুহাম্মদ আবদুর রহিম, সোলাইমান চৌধুরী, রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার আমান উল্লাহ, এম এ মাবুদ, এস এম শাহজাহান, অধ্যাপক আবুল মনছুর দৌলতী, মাস্টার আবুল হোসেন, মু. জসীম উদ্দিন, মহিউল আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার নুর হোসেন, অ্যাড. ফরিদুল ইসলাম, সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, হাফেজ আহমদ আল কাদেরী, এম আজাদ হোসাইন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবামনশাহী-কাটাখালী খাল হয়ে হালদায় পড়ছে টনে টনে বিষাক্ত বর্জ্য
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সানতু