অবহেলিত বাঁশখালীর গ্রামীণ সড়ক সংস্কারের দাবি

| মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী এক প্রত্যন্ত অঞ্চলে। চট্টগ্রাম১৬ আসনের প্রায় চার লাখ মানুষের বসবাস এই ভূখণ্ডে। বাঁশখালী উপজেলার বুক চিরে গেছে আনোয়ারাপেকুয়া মহাসড়ক। প্রতিদিন হাজারো যানবাহন এই সড়কে চলাচল করে।

এই মহাসড়কের পাশ ঘেঁষেই রয়েছে সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ সাধনপুর মোকামীপাড়া সড়ক। প্রতিদিন পাঁচ থেকে ছয় শতাধিক শিক্ষার্থী এই সড়ক দিয়ে স্কুলে যাতায়াত করে। স্থানীয়রা মসজিদে যায়, ব্যবসায়ীরা পণ্য পরিবহন করে, অসংখ্য গাড়ি প্রতিদিন প্রবেশ করে এই সড়ক দিয়ে। সড়কটির প্রস্থ মাত্র পাঁচ ফুট, দৈর্ঘ্য প্রায় ২৫০ থেকে ৩০০ ফুট। কিন্তু আজ থেকে প্রায় এক দশক আগে নির্মিত এই সড়ক এখন ভেঙে টুকরো টুকরো। ঝড়বৃষ্টি, অতিরিক্ত গাড়ি চলাচল, আর রাস্তার পাশে পুকুর থাকায় মাটি ধসে গিয়ে সড়কটির বেহাল দশা তৈরি হয়েছে। গত এক বছরে অবস্থা আরও ভয়াবহ হয়েছে।

অবহেলিত মোকামীপাড়া সড়ক শুধু একটি সড়ক নয়, এটি হাজারো মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রতিদিন স্কুলগামী শিশু থেকে শুরু করে কৃষক, ব্যবসায়ী, বৃদ্ধ, নারী সবাইকে এই সড়ক ব্যবহার করতে হয়। স্থানীয়রা বলছেন, ‘এ সড়ক আমাদের জীবনরেখা’। এই সড়ক দিয়ে আমরা চলাচল করি, সন্তানদের স্কুলে পাঠাই, নামাজে যাই। অথচ বছরের পর বছর কেটে যাচ্ছে, কোনো সংস্কারের উদ্যোগ নেই। আমরা চাই সরকার দ্রুত এ সড়ক সংস্কারের ব্যবস্থা করুক।

কে.এম.মুরাদ

শিক্ষার্থী, সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রীতিলতা ওয়াদ্দেদার : শহীদ বীরকন্যা
পরবর্তী নিবন্ধশিশুর মন