বাংলাদেশ অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিতি চট্টগ্রাম শাখা বি–বার্ষিক সম্মেলন আগ্রাবাদস্থ বিষয় হলে গতকাল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৌশলী উদয় শেখর দত্ত। সঞ্চালনায় ছিলেন মহাসচিব প্রকৌশলী মো. হোসেন আহম্মদ। সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ বিদ্যুৎ কর্মজীবি কল্যাণ সমিতির কেন্দ্রিয় সভাপতি প্রকৌশলী সেখ মোহাম্মদ আলাউদ্দিন, বিষেশ অতিথি প্রকৌশলী মোহাম্মদ রোজাউল করিম ও প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ। সম্মেলনে কোরআন তেলাওয়াত ও গীতা এবং ত্রিপিটক পাঠের মাধ্যেমে শুরু করা হয়। সম্মেলনে দ্বি–বার্ষিক সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন মহাসচিব প্রকৌশলী মো: হোসেন আহম্মদ এবং আর্থিক প্রতিবেদন পেশ করেন অর্থ সচিব রাজা মিঞা। সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রকৌশলী তরুণ তপন দত্ত, প্রকৌশলী স্বরূপ বিকাশ ভট্টচার্য্য ও আহম্মদ সৈয়দ প্রমুখ। সম্মেলনে বক্তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে পেনশনকারীদের আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও পরিস্থিতি বজায় রাখা ও নিজেদের দাবি আদায়ের চেষ্টা অব্যহত রাখার উপর জোর দেন। প্রেস বিজ্ঞপ্তি।












