তামিম ইকবালকে নিয়ে গত বছরখানেক ধরেই অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটে এখনো শেষ হচ্ছে না এ পর্ব। ওয়ানডে বিশ্বকাপের আগে তিনি ফিরে আসেন। কিন্তু জায়গা পাননি বিশ্বকাপের স্কোয়াডে। এরপর মাঝে বিপিএলে চ্যাম্পিয়ন করেন ফরচুন বরিশালকে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে ফেরেননি তামিম। মিরপুরেও খুব একটা আসেননি তিনি। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কয়েকবারই দেখা গেছে তাকে। নতুন ক্রীড়া উপদেষ্টাকে বিসিবি ঘুরিয়েও দেখান তিনি। এখন আবার নতুন গুঞ্জন দেখা দিয়েছে বিসিবি পরিচালক হতে পারেন তামিম। পাকিস্তান সফরে দারুণ নৈপুণ্য দেখানোর পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সিরিজজয়ী ক্রিকেটাররা। এরপর মিরপুর শের–ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরে বোর্ড সভাপতির কক্ষে যান তারা। নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মুশফিকুর রহিমদের পাশাপাশি ওই বৈঠকে ছিলেন ক্রিকেটারদের আগেই বিসিবি কার্যালয়ে যাওয়া সাবেক অধিনায়ক তামিমও। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় ক্রিকেটারদের সঙ্গে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেছেন ফারুক। গতকাল শনিবার তামিম প্রসঙ্গে প্রশ্ন উঠে কোন পরিচয়ে তিনি সে বৈঠকে ছিলেন। উত্তরে ফারুক বলেন, ‘আপাতত খেলোয়াড়’।
হেসে পাল্টা প্রশ্ন করেন, ‘অবসর নিয়েছে নাকি ও?’ দেশের সার্বিক পরিস্থিতিই বেশ কঠিন। এর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে ক্রিকেটারদের আয়ের বড় উৎস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। গত বৃহস্পতিবার ক্রিকেটারদের সঙ্গে কী নিয়ে আলাপ হয়েছে তাও জানিয়েছেন ফারুক। তিনি বলেন, ‘তামিম এসেছিল। আপনারা জানেন প্রেসিডেন্ট হওয়ার পরে খেলোয়াড়দের সঙ্গে ওরকম বসতে পারিনি। প্রথম কাজ হলো ওরা এসেছিল দেখা করার জন্য। আর দ্বিতীয় হলো যেহেতু একটু কঠিন সময় যাচ্ছে, লিগগুলো, বিপিএল এগুলো সময়মতো কীভাবে হবে। ওদের কিছু প্রস্তাবনা ছিল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কীভাবে ঠিকভাবে করতে পারি।’