অবশেষে গেজেটভুক্ত হলেন চেয়ারম্যান এম এ মান্নান

আনোয়ারা বটতলী ইউপি

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নে অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়া হয়। ফলে অধ্যাপক এম এ মান্নান চৌধুরীর চেয়ারম্যানের শপথ নিতে আর কোনো বাধা রইল না।
এর আগে গত ১২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে মেজবাহ উদ্দিন সোহেলের মনোনয়ন বাতিল করে অধ্যাপক এম এ মান্নান চেীধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন। পরে মেজবাহ উদ্দিন সোহেল উচ্চ আদালতে আপিল করলে উচ্চ আদালত অধ্যাপক এম মান্নান চৌধুরী বিজয়ী ঘোষণা এবং ৫ তারিখের নির্বাচন স্থগিত করেন। সবশেষে উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন এম এ মান্নান চৌধুরীর নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে।
এ ব্যাপারে জানতে চাইলে এম এ মান্নান চৌধুরী বলেন, সত্যকে কখনো ধামাচাপা দেয়া যায় না। সুপ্রিম কের্াটের আদেশের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছেন। জেলা প্রশাসকের নির্ধারিত সময়ে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধবদর যুদ্ধ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়