তিন সপ্তাহের লড়াইয়ের পর অবশেষে প্রাক–আপস আলোচনায় বসতে যাচ্ছে সুদানের যুদ্ধরত সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করে একটি যৌথ বিবৃতি দিয়েছে আমেরিকা ও সৌদি আরব সরকার। গতকাল শনিবার এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শনিবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় এ আলোচনা শুরু হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনায় অংশ নেওয়ার জন্য জেদ্দায় দূত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে সুদানের সেনাবাহিনী। তারা বলছে, আলোচনার লক্ষ্য মানবিক সমস্যা সমাধান করা। তবে এ বিষয়ে আরএসএফের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। এদিকে, যৌথ বিবৃতিতে প্রাক–আপোষ আলোচনাকে স্বাগত জানিয়েছে আমেরিকা ও সৌদি। খবর বাংলানিউজের।
পাশাপাশি সংঘর্ষ থামাতে বিশ্বব্যাপী সমর্থন অব্যাহত রাখতে বলা হয়েছে। বিবৃতিতে উভয় পক্ষকে দেশ ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সক্রিয়ভাবে যুদ্ধবিরতি এবং সংঘাতের অবসানের জন্য আলোচনায় জড়িত হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও আমেরিকা।










