বিএনপির দেশব্যাপী তিনদিনের রাজপথ, নৌপথ ও রেলপথ অবরোধে সকল ধরনের নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মহানগর আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় দারুল ফজল মার্কেটস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহানগর নেতৃবৃন্দ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী নেতাকর্মীদের কেন্দ্রীয় নিদের্শনা অনুযায়ী রাজপথে অবস্থান করে জনগণের জানমাল ও সামাজিক সুরক্ষার নিরাপত্তা বিধানে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করার নির্দেশনা দেন।
মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি সারা দেশে নাশকতা নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির কুমতলবে মঙ্গলবার (আজ) থেকে তিন দিন রাজপথ, নৌপথ ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে। অবরোধের নামে তাদের সকল ধরনের নাশকতা ও নৈরাজ্য কঠোরভাবে প্রতিরোধ ও প্রতিহত করার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে সর্বস্তরের নেতাকর্মীদের সার্বক্ষণিকভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি। ’৭১ এর মতই পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় বিএনপি ২৮ অক্টোবর ঢাকায় রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত পুলিশ হাসপাতালে জঘন্যভাবে হামলা চালিয়েছে। যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী ৭১ এর ২৫ মার্চ অপারেশন সার্চলাইট শুরু করেছিল। এই পাপিষ্ঠদের নির্মূল করা ছাড়া বাংলাদেশ ও সাধারণ মানুষ কখনো নিরাপদ থাকবে না।
শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বদিউল আলম, অ্যাড. জিয়া উদ্দীন, মাহবুবুল হক সুমন, দিদারুল আলম দিদার, দেবাশীষ নাথ দেবু, আজিজুর রহমান আজিজ, ইমরান আহমেদ ইমু, জাকারিয়া দস্তগীর।
এছাড়া সভায় সিদ্ধান্তমতে আজ মঙ্গলবার সকাল থেকে দারুল ফজল মার্কেট, সল্টগোলা ক্রসিং মোড়, বহদ্দারহাট মোড়, নতুন ব্রিজ মোড়, এ কে খান চত্বর ও অঙিজেন মোড়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন।