অবগুণ্ঠনের মায়ায়

ইকরাম আকাশ | বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৬ পূর্বাহ্ণ

সে দেখেও দেখে না আমায়

শুনেও শুনে না আমায়,

আদৌ কি সে ভালোবেসেছিলো

নাকি নাটকে পূর্ণতা পেতে ;

অভিনেত্রী সেজে বসেছিলো

অবগুণ্ঠনের মায়ায়?

পূর্ববর্তী নিবন্ধমা
পরবর্তী নিবন্ধতুমি আমার