অবক্ষয়মুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরআন সুন্নাহর বাণী সর্বত্র ছড়িয়ে দিতে হবে

হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

আহলে সুন্নাহ হিফজুল কোরআন এসোসিয়েশন বাংলাদেশ আনোয়ারা উপজেলার আয়োজনে ৬ষ্ঠ হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কর বিতরণী অনুষ্ঠান গতকাল বটতলীস্থ আছরারে মোস্তফা (.) হিফজ মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাহ হিফজুল কোরআন এসোসিয়েশন আনোয়ারা উপজেলা সভাপতি অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম১৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা এস এম শাহজাহান। তিনি বলেন, যুব সমাজ আজ প্রাযুক্তিক অবক্ষয়ের শিকার হয়ে মূল্যবান জীবনকে নিঃশেষ করে দিচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তির অবাধ সুযোগকে কাজ না লাগিয়ে যুব তরুণরা সারাক্ষণ নেটফেসবুকে মজে আছে।

অবক্ষয়মুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরআনসুন্নাহর বাণী ও নির্দেশনা সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ডিআইএম জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান প্রজন্মকে কোরআনসুন্নাহর আলোকে জীবন গড়ার পথ দেখালে তারা আলোকিত জীবনের দিশা পাবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আশেকুর রহমান আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন ডুমুরিয়া মোহাম্মদিয়া কদ্দুসিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা আহমদ নূর আলকাদেরী। মাওলানা নাজিম উদ্দিন আলকাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা মোক্তার হোসেন।

অতিথি ও আলোচক ছিলেন মাওলানা আবদুল মোমেন আনোয়ারী, মাওলানা ইদ্রিস আল কাদেরী, নিজাম উদ্দিন, মুরশেদুল আলম মুন্সী, হাফেজ মোহাম্মদ নাঈম উদ্দিন, শায়ের মাওলানা এনামুল হক এনাম, হাফেজ মুহাম্মদ আবু বকর, হাফেজ মুহাম্মদ শাহাদাত, হাফেজ মাওলানা আকবর হোসেন, হাফেজ মোজাক্কার, হাফেজ মুহাম্মদ ইমাম হোসেন, হাফেজ মুহাম্মদ হোসাইন, মাওলানা এস এম আরাফাত হোসাইন সিরাজী, মাওলানা আবদুল কাদের, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মফিজ উল্লাহ, মাস্টার মুরাদুল ইসলাম, মুহাম্মদ মাহবুব, মুহাম্মদ হুমায়ূন কবির ছোটন প্রমুখ। অনুষ্ঠানে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধমেধা ও অভিজ্ঞতার সমন্বয় নতুন নতুন আবিষ্কারের পথ উন্মোচন করবে