অফুরন্ত শান্তি ও কল্যাণের বার্তাবাহী রমজান শুরু

আ ব ম খোরশিদ আলম খান | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৫:৫১ পূর্বাহ্ণ

মহান আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা ও স্তূতি, যাঁর দয়া, অনুগ্রহ ও মেহেরবানিতে আমরা মহিমান্বিত রোজার মাস পেয়ে আজ ধন্য ও গর্বিত। অযুত দরুদ ও সালামের হাদিয়া প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলীশান দরবারে। যাঁর উসিলায় আমরা পেয়েছি মহিমান্বিত তাৎপর্যপূর্ণ বরকতময় রোজার মাস। তিনি হলেন, সর্বযুগে হিদায়াতের আলোকবর্তিকা এবং ইলম ও জ্ঞানের মিনার। মহাত্মা আউলিয়ায়ে কেরামের চরণে জানাই সশ্রদ্ধ সালাম। যাঁরা প্রতিনিয়ত আমাদেরকে সুপথ দেখিয়ে যাচ্ছেন। দ্বীন ইসলামের জন্য এবং মানবতার জন্য তাঁদের ত্যাগ ও অবদান আমাদের অনুপ্রেরণার উৎস।

মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে ষড়রিপু দমনের মাধ্যমে আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শিক্ষাই দেয় রোজা। মাহে রমজান যেন অফুরন্ত শান্তি ও কল্যাণের বার্তাবাহী এবং আলোকিত জীবনের দীপ্ত আহ্বান। রহমত, বরকত, মাগফেরাত ও জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে আসে এই রোজার মাস। এ বরকতময় মাসে রোজাদার অভিষিক্ত হয় মহান আল্লাহর রহমতের ঝর্ণাধারায়। কোরআন মজিদের সূরা বাকারার ১৮৩ নং আয়াতে মহান আল্লাহপাকের বাণী-‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর সিয়াম (রোজা) ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো।’ উক্ত আয়াতে উম্মতে মুহাম্মদীর ওপর রোজা ফরজ হওয়ার বিধান বিবৃত হয়েছে। এর আগে, হযরত আদম (.) থেকে হযরত ঈসা (.) পর্যন্ত অন্যান্য নবীর উম্মতদের ওপরও রোজার বিধান প্রযোজ্য ছিল। তবে রোজার পদ্ধতি, ধরন ও সংখ্যার ক্ষেত্রে ভিন্নতা ছিল। সারা দিন রোজা রাখা, আরামের শয্যা ত্যাগ করে শেষ রাতে সেহেরি গ্রহণ করা, সূর্যাস্তের পর ইফতার করা, রাতে এশার নামাজের সঙ্গে বিশ রাকায়াত তারাবিহর নামাজ আদায় করা, দিনে রাতে যথাসময়ে পাঁচ ওয়াক্তসহ বেশি বেশি নফল তাহাজ্জুদ নামাজ পড়া, বেশি বেশি কোরআন তেলাওয়াত ও প্রিয় নবীর (.) ওপর দরুদ সালাম পাঠ করা, গরিব দুখী মানুষের মাঝে দান সদকাহ ও জাকাত প্রদান করাইত্যাদি পুণ্য কাজে পুরো মাস ব্যস্ত সময় পার করেন একজন রোজাদার। সুবহে সাদিকের উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় সম্ভোগ বর্জনই হচ্ছে রোজা। গিবত পরনিন্দা পরচর্চা পরিহার করে আল্লাহমুখী জীবন গড়ার শিক্ষাই দেয় রোজা।

পূর্ববর্তী নিবন্ধপাসপোর্ট হারিয়ে আটকে যায় দুবাইযাত্রা, খুঁজে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ
পরবর্তী নিবন্ধরমজানে নগরীর সড়কে তিন অ্যাকশন প্ল্যান