একটা প্রণয়ের গল্প শুনাই তোমাদের,
আদরে মায়াতে প্রেমেতে মাখামাখি।
দাঁড়াও খানেক গুছিয়ে বলি–
ফড়িং ফড়িং চঞ্চলা প্রেম,
গুছাতে নিলেই হড়বড়িয়ে বেরোবে যেন,
দাঁড়াও খানেক রাঙিয়ে নিই;
প্রজাপতির পাখার মতো ঝলমলে
হওয়া চাই যে।
আজলা ভরা পদ্ম সে তো!
সেকি! বলতে গেলেই গলা যে ধরে আসে
মিষ্টি প্রেম চোখ ঠিকরে বেরিয়ে আসে,
অধর ঠিকরে রক্তিম আভা হয়ে ফুটে থাকে।
ঠোঁট দুটো তো মুখিয়ে ছিলো
নির্লাজ প্রকাশে।
মুখে কেন তবে শব্দ হয়ে এলো না!
বুঝি পরম সুখেও গলা ধরে আসে ;
সুখও বুঝি জল হয়ে গড়ায়!
বেদনার দলা আটকে স্বর বেরোয়নি
বুঝি দরদের স্রোতেও তেমনই;
হায়! আমায় বললে না তো কেউ!
অবেলায় কুড়িয়ে পাওয়া প্রণয়ের গল্প
আর বলা হলো না তোমাদের,
সে জমা রয়েই গেলো গহীন কোনে
গোপনে, আদরে।