অপেক্ষার প্রহর যেন শেষ হয় না,
ভোরের অপেক্ষায় রাত কাটে না।
পাখির কলতানে, নীল আকাশ
সবুজ মাঠ পেরিয়ে তোমার আগমন হবে,
শিউলি ফুলের ডালি সাজিয়ে শুধুই অপেক্ষা।
কখন ফিরবে, সাদা মেঘের শুভ্র সাজে।
অপেক্ষা মানে শুধুএকা বসে থাকা নয়,
মনের ডিঙ্গিতে স্বপ্ন সুখ আস্বাদন।
যদি কখনো খুঁজে পাও আমার ঠিকানা,
খুব যতনে তা রেখে দিও, দিওনা হারাতে।
অপেক্ষার রজনী পোহাবে জানি,
চৈত্রের খরতাপ শেষে শীতের হাতছানি।
সেই জমাট বাঁধা আবেগ, অনুভূতি,
রেখেছি আমার স্বপ্ন কুঠিরে।
কোন একদিন অবাক করে এসো কাছাকাছি,
দেখবে তোমারি কল্পনায় প্রাণ ভরে রেখেছি।
আমার সবটুকু আশ্বাস ফুরিয়ে গেলেও,
ফুরাবে না তোমার ভালোবাসার বিশ্বাস।
তুমি আসবে আমার নতুন ভোর হয়ে,
মেঘ কেটে বৃষ্টি ঝরিয়ে ঝলমলে রোদ্দুর,
অপেক্ষার প্রহর কেটে গিয়ে
ভালোবাসার উন্মাদ আর্তনাদে
আমার স্বপ্ন সাজি হবে ভরপুর।