অপেক্ষায় থাকতে হলো বাংলাদেশকে

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

দুই মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি জিততে পারলে নারী বিশ্বকাপে খেলার জন্য বাছাই পর্ব খেলতে হতো না বাংলাদেশকে। কিন্তু সে সিরিজে জয় দিয়ে শুরু করলেও পরের দুই ম্যাচে হেরে বাছাই পর্বে অবতীর্ণ হতে হয় নিগার সুলতানাদের। সেই বাছাই পর্বে টানা তিন ম্যাচে দাপটের সাথে জয়ের পর চতুর্থ ম্যাচে এসে সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হার মানল টাইগার নারীরা। আর এই হারে বিশ্ব্‌কাপের চুড়ান্ত পর্বে খেলার টিকেট পেতে অপেক্ষায় থাকতে হলো বাংলাদেশ দলকে। শুধু তাই নয় বলা যায় বিশ্বকাপের টিকেট পাওয়াটা এখন বেশ কঠিনই হয়ে গেল জ্যোতিশারমিনদের জন্য। কারণ শেষ ম্যাচটি বাংলাদেশ দলকে খেলতে হবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। সে ম্যাচে জিতলে বিশ্বকাপের টিকেট পাবে বাংলাদেশ। আর হারলেও একটা সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে নানা হিসেব নিকেষ করতে হবে। তাই বলা যায় এখন কঠিন পরীক্ষায় পড়ে গেল বাংলাদেশের বিশ্ব্‌কাপে খেলা। গতকাল পাকিস্তানের লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে ক্যারিবীয়দের চেপে ধরেও পারলো না বাংলাদেশ। টানা তিন জয়ের পর হার বাংলাদেশের। টানা তিন জয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই ছিল বাংলাদেশ। অবশেষে তাদের জয়রথ থামালো ওয়েস্ট ইন্ডিজ। লাহোরে দুর্দান্ত লড়াইয়ের পর ক্যারিবীয়দের কাছে ৩ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। যদিও এই হারের পরও শীর্ষস্থান অক্ষুণ্‌ন রয়েছে বাংলাদেশের মেয়েদের। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তাদের। পাকিস্তানের পয়েন্ট সমান হলেও নেট রানরেটে এগিয়ে থাকায় বাংলাদেশই এক নম্বরে।

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। ফারজানা হক আর শারমিন আক্তারের ব্যাটে চড়ে ৯ উইকেটে ২২৭ রানের লড়াকু সংগ্রহই দাঁড় করায় টাইগ্রেসরা। ১৬ রানের মাথায় সোবহানা মোস্তারিকে হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ফারজানা এবং শারমিন আকতার মিলে যোগ করেন ১১৮ রান। তখন মনে হচ্ছিল আগের ম্যাচের মত বড় স্কোর গড়তে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু এজুটি ভাঙ্গার পর তাসের ঘরের মত ভেঙে পড়তে থাকে বাংলাদেশ দলের ব্যাটিং। ৭৮ বলে ৪২ রান করে ফিরেন ফারজানা। একই ওভারে ফিরেন শারমিনও। তবে ফেরার আগে আরো একটি হাফ সেঞ্চুরি তুলে নেন শারমিন। ফারজানা ৭৯ বলে ১০টি চারের সাহায্যে ৬৭ রানের ইনিংস খেলে আসেন শারমিন। আগের তিন ম্যাচে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি করা নিগার সুলতানা ফিরেছেন ৫ রান করে। শেষদিকে নাহিদা আক্তার ৩৯ বলে ২৫ আর রাবেয়া খান ২০ বলে করেন অপরাজিত ২৩ রান। আর সে সুবাধে বাংলাদেশ দলের ইনিংস গিয়ে দাড়ায় ২২৭ রানে। ওয়েস্ট ইন্ডিজের আলিয়া আলেনে ৩৯ রানের বিনিময়ে নেন ৪টি উইকেট।

২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে জোসেফ এবং ক্যাম্পবেল যোগ করেন ৩৪ রান। ৩১ রান করা জোসেফকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন রাবেয়া খাতুন। ১৪ রান পর ২৪ রান করে ফিরেন ক্যাম্পবেল। এরপর মিডল অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় ৩ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। চিনেলে হেনরি ৪৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ম্যাচ বের করে নিয়ে আসেন। এছাড়া স্টেফানি টেলর ৩৬ আর অধিনায়ক হেলে ম্যাথিউস করেন ৩৩ রান। বাংলাদেশের মারুফা আক্তার দুটি উইকেট লাভ করেন। এছাড়া জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন ও রিতু মনি নেন একটি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন বিজনেস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধপ্রথমবার টেস্ট খেলতে নেপালে যাচ্ছে বাংলাদেশ নারী কাবাডি দল