লাল শাড়িতে এখন প্রায় দেখা যাচ্ছে আলোচিত নায়িকা অপু বিশ্বাসকে। কিন্তু কেন জানতে গিয়ে জানা গেল বন্ধন বিশ্বাস পরিচালিত “লাল শাড়ি” নামক চলচ্চিত্রে খুব শীঘ্রই অভিনয় করতে যাচ্ছেন গুণী এ অভিনেত্রী।
আরও জানা যায় “লাল শাড়ি”তে অভিনয়ের পাশাপাশি অপু বিশ্বাস প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখাচ্ছেন তার প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র দিয়ে।
অক্টোবর মাসের শেষের দিকে ও নভেম্বর মাসজুড়ে চলবে লাল শাড়ির শুটিং। এখন প্রি-প্রডাকশন ও লোকেশন দেখার কাজ চলছে। ইতিমধ্যে লাল শাড়ির সংগীত পরিচালক হিসাবে আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন সাহা চুক্তিবদ্ধ হয়েছেন।
লাল শাড়ির কস্টিউম স্পন্সর করবে নামি পোষাকের ব্রান্ড বিশ্বরঙ আর কস্টিউম ডিজাইন করবেন গুণী ডিজাইনার বিশ্বরঙের কর্নধার বিপ্লব সাহা।