অপহৃত সিপিপি কর্মী উদ্ধার রোহিঙ্গা মাঝি আটক

উখিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:০৪ পূর্বাহ্ণ

রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহরণের দীর্ঘ ৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে অপহৃত সিপিপি সদস্যকে। গত বুধবার সন্ধ্যার দিকে ক্যাম্প থেকে সিপিপি সদস্য মো. হোসেনকে (৪০) রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ওইদিন দিবাগত রাত একটার পর অপহরণের শিকার ব্যক্তিকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, অপহৃত মোহাম্মদ হোসেন (৪৫) টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কলেজ পাড়ার মো. কাশেমের ছেলে। তিনি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিয়োজিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে উক্ত ক্যাম্পে কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যা নাগাদ তাকে উক্ত অফিস এলাকা থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে একই ক্যাম্পের ডি-৪ ব্লক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উখিয়ার ১৬নং শফিউল্লাহ কাটা ক্যাম্পের হেড মাঝি মো. তাহেরকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ক্যাম্পের ব্লক-এ/১ এর আবুল বাশারের ছেলে। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় মামলা করা হয়েছে।
তবে টেকনাফের বিশ্বস্ত সূত্র মতে, অপহৃত উক্ত সিপিপি সদস্যও রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে টেকনাফে বসবাসের সুযোগে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র বানিয়ে সরকারি অফিসে চাকুরি করছেন। পাশাপাশি রোহিঙ্গাদের সাথে নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন। পরে লেনদেনে বনিবনা না হওয়ায় রোহিঙ্গারা তাকে অপহরণ করেছে। উক্ত সিপিপি সদস্যের সঠিক পরিচয় জানতে বিভিন্ন সংস্থা কাজ করছে বলে জানা গেছে।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন রোহিঙ্গা মিলে সিপিপি সদস্য মো. হোসেনকে অপহরণ করে। স্বজনদের পক্ষ থেকে ঘটনাটি এপিবিএনকে জানানো হয়। এরপর তাকে উদ্ধারে এপিবিএন ক্যাম্প সহকারী কমান্ডার সিনিয়র এএসপি একেএম খালেকুজ্জামানের নেতৃত্বে অভিযানের পর উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিপ্রার অব্যাহতির বিরুদ্ধে পুলিশের নারাজি
পরবর্তী নিবন্ধভাঙছেই না ইয়াবা সিন্ডিকেট