রাউজান চুয়েট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী ১৩ ঘণ্টা জিম্মি থাকার পর অপহরণকারীদের হাত থেকে পালিয়ে রক্ষা পেয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. সাজিদুল ইসলাম (১২) কদলপুর গ্রামের প্রবাসী মোহাম্মদ ওসমানের ছেলে।
স্কুল ছাত্র সাজিদ জানায়, গত রোববার স্কুল থেকে বাসায় ফেরার পথে একটি মেয়ে তাকে একটি কাগজ দিয়ে ঠিকানাটি কোথায় জানতে চায়। কাগজে লেখা ছিল খুবই ছোট। সাজিদ লেখা দেখতে চোখের কাছাকাছি নিয়ে আসলে তাৎক্ষণিকভাবে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে তার জ্ঞান ফিরলে নিজেকে একটি বেড়ার ঘরে দেখতে পায়। ওখানে তিন যুবক তাকে মায়ের মোবাইল নম্বর দিতে বলে। সাজিদ মোবাইল নম্বর জানে না বললে যুবকরা তাকে মারধর করে। এরমধ্যে তাকে ব্যাপক খোঁজাখুজি শুরু হলে অপহরণকারীরা তাকে ওখান থেকে ট্যাঙি করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় সাজিদ মুন্সির ঘাটা এলাকায় ট্যাঙি থেকে কৌশলে লাফ দেয়। এরপর ওখানে একটি দোকানে গিয়ে তার মায়ের মোবাইলে ফোন দেয়। পরিবারের লোকজন ওখান থেকে তাকে রাত দুইটায় নিয়ে আসে।