হাটহাজারী ফরহাদাবাদ কাদেরীয়া চিশতীয়া পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও গরীবে নেওয়াজ খাজা মুঈনুদ্দীন চিশতীর (রহ.) বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে ৩২তম সুন্নি সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়। হাটহাজারী ফরহাদাবাদ মহিউদ্দিন মুন্সি বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের সভাপতি এস এম রাকিব উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক সৈয়দ আজম উদ্দিন। উদ্বোধক ছিলেন ডা. মুহাম্মদ নিজাম মোরশেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ঢাকা মোহাম্মদপুর কাদেরীয়া তৈয়্যবীয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক। বিশেষ বক্তা ছিলেন মাওলানা আব্দুল মোস্তফা রাহিম আল আযহারী, মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ রজভী। শুভেচ্ছা বক্তব্য রাখেন কাদেরীয়া চিশতীয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আবদুর রহিম মুনিরী, মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী, আল্লামা মুহাম্মদ আবুল বশর ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ নুরুচ্ছাফা, সৈয়দ মুহাম্মদ নুরুল আলম, সৈয়দ মুহাম্মদ আবু আজম প্রমুখ। বক্তারা বলেন, যুব সমাজকে আদর্শিক পথে ফেরাতে হলে অপসংস্কৃতি চর্চা থেকে ফিরিয়ে এনে সুস্থ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।