নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ও উদ্বোধকের বক্তব্যে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, পুঁথিগত বিদ্যার পাশাপাশি শিক্ষকদের সহ–পাঠক্রমিকে মনোযোগ দিতে হবে। সুস্থ দেহ সুস্থ মন তৈরির উপায় খেলাধূলা। প্রতিযোগিতামূলক খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থী দক্ষ ও সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেবের (বেলাল) সভাপতিত্বে এবং পূরবী চক্রবর্তী, সুতাপা চৌধুরী, গৌড়ি দাশ ও সুদিপ্তা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন, সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী, পাথরঘাটা সিটি কর্পোরেশন বারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চসিক শিক্ষক সমিতির সভাপতি আকতার হোসেন, কৃঞ্চকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমিজ উদ্দিন, চসিক কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সিদ্ধার্থ কর, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক গোলাম হক্কানি ও বার্ষিক ক্রীড়া–সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক সাহিদা আরবি। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অতিতিবৃন্দ বেলুন ও কবুতর উড়িয়ে এবং মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া ও সাস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আগে ধমীয় গ্রন্থ পাঠ, জাতীয় সংগীত ও উদ্বোধনী সঙ্গীতের সাথে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।