ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, রমজান মাস হল সিয়াম সাধনার মাস, রহমত আর বরকতের মাস। তাই এ মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভে ভাল কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। রাতে গোপনে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে কারণ, রোজা রেখে, নামাজ পড়ে, খারাপ কাজে লিপ্ত হয়ে মানুষের জায়গা–জমি দখল করে লোক দেখানো আমল করলে তা
কখনো কবুল হবে না। নিজেদের এ ধরনের জগন্য পাপ থেকে বিরত রাখতে হবে। প্রতিবেশী এবং অমুসলিমদের সাথে অসদাচরণ করা যাবে না।
ভূমিমন্ত্রী আরও বলেন, অপকর্মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করলে সেই ধন–সম্পদ কবরে যাবে না, সবকিছু দুনিয়ায় রেখে যেতে হবে। তাই নিজেদের আত্মশুদ্ধি লাভ করা জরুরি। গতকাল শুক্রবার উপজেলার বৈরাগ ইউনিয়নের আমানুল্লাহ পাড়া শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায়কালে স্থানীয় মুসল্লিদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. মান্নান চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি
ভিপি জাফর উদ্দীন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, মুজিবুর রহমান, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, ইউপি সদস্য মো. মুছা তালুকদার প্রমুখ।