অন্যের ভূমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ মামলায় যুবক কারাগারে

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-ফেনী বাখরাবাদ গ্যাস সঞ্চালন লাইন প্রকল্পের অন্যের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলায় মোঃ হেলালের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত। হেলাল উপজেলার ফোজদারহাটের উত্তর সলিমপুরের জান মোহাম্মদের বাড়ির মৃত বাদশা মিয়ার পুত্র।
মামলা সূত্রে জানা গেছে, সরকার চট্টগ্রাম ফেনী বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল গ্যাস লাইন নির্মাণ প্রকল্পের জন্য উত্তর সলিমপুর এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে ছাবের আহম্মেদের সম্পত্তি অধিগ্রহণ করে। সম্পত্তির প্রকৃত মালিক ও দখলদারকে ক্ষতিপূরণের টাকা প্রদানের নোটিশ প্রদান না করে এলএ শাখার কিছু লোকের জোগসাজসে মোঃ হেলাল (৪০) পিতা- মৃত বাদশা মিয়া ও ইয়াছিন আরাফাত রুবেল (৩৫) পিতা- মৃত শাহ আলম নিজেকে সম্পত্তির দখলদার দেখিয়ে ২১ লাখ ৯ হাজার চারশ’ ৮০টাকা উত্তোলন করেন। এ ঘটনায় ছাবের আহম্মেদ বাদী হয়ে মোঃ হেলাল (৪০) ও দুই ব্যক্তিকে আসামি করে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ফৌজদারী অভিযোগ দায়ের করলে আদালত সত্যতা যাছাই করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ প্রদান করেন। বাদীর অভিযোগ প্রমাণিত হলে আদালত দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আসামি ইয়াছিন আরাফাত রুবেল আদলতে হাজির হয়ে অপরাধ স্বীকার করে আত্মসাৎকৃত টাকা ফেরত দেবে জবানবন্দি দিলে আদালত তাকে জামিন দেন। অপরদিকে গত বৃহস্পতিবার অপর আসামি হেলালের জামিন আবেদন আদালত নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা পূজা পরিষদের আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধহত্যা মামলায় চিৎমরম ইউপি চেয়ারম্যান ও মেম্বার গ্রেপ্তার