অন্যায়ের কাছে মাথা নত না করাই ইমাম হোসাইনের (রা.) শিক্ষা

বিভিন্ন স্থানে শাহাদাতে কারবালা মাহফিলে বক্তারা

| সোমবার , ৩১ জুলাই, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

শাহ এমদাদীয়া : আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সভাপতি আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ্‌সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)র আয়োজনে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর (.) সার্বিক তত্ত্বাবধানে গত শনিবার রাতে অনলাইন প্লাটফর্মে আয়োজিত শোহাদায়ে কারবালা মাহফিলে আলোচনা পেশ করেন ভারতের খানকায়ে মোনয়েমীর সাজ্জাদানশীন ও পাটনার পাটলিপুত্রা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অরিয়েন্টাল কলেজের আরবী বিভাগের প্রধান আল্লামা ড. শাহ সৈয়দ শামিমুদ্দীন মোনয়েমী (.), ইসলামিক ফোরাম অব কানাডার প্রেসিডেন্ট শায়খ ফয়সাল হামিদ আবদুর রাজ্জাক, শ্রীলংকার আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা হাফিজ এহসান ইকবাল কাদিরী ও ভারতের কলকাতা জিয়াউল উলুম দারুল ইসলামের পরিচালক আল্লামা সাখাওয়াত হোসাইন বারকাতী। শোহাদায়ে কারবালা মাহফিলে বক্তারা বলেন, হযরত ইমাম হোসাইন (রা.) এঁর দ্বীন ও হকের ওপর অবিচল থাকার নজির মুসলমানদেরকে সত্যের পথে উৎসর্গীত হওয়ার প্রেরণা জোগায়। কারবালার এ প্রেরণা ইসলামের পুনর্জাগরণে এবং মুসলমানদের আত্মমর্যাদা ও আত্মশক্তি নিয়ে উন্নত শিরে বেঁচে থাকতে উৎসাহিত করে। মাহফিলের শেষে দেশ ও বিশ্ববাসীর শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ্‌ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)

সাবেক মেয়র মনজুর আলম : বড় পীর আবদুল কাদের জিলানীা (.) এর বংশধর ইরাকের বাগদাদ শরীফের সাজ্জাদানশীন শাহসুফী সৈয়্যদ আফিফ উদ্দিন আবদুল কাদের মনসুর আলী জিলানী বলেছেন, অন্যায়ের কাছে মাথানত না করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই ইমাম হোসাইন (রা.) শিক্ষা। মুসলমানদের ইমাম হোসাইন (রা.) আত্মত্যাগের দিনটি অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদী চেতনায় উদ্বুদ্ধ করে। আহলে বায়েত রসূল (সা🙂 স্মরণে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলমের উদ্যোগে গত ২৯ জুলাই জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে মাসব্যাপী আয়োজিত কারবালা মাহফিলে সভাপতিত্ব করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বাদ মাগরিব থেকে রাত ১টা পর্যন্ত চলমান এ মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। আলোচনা করেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জালাল উদ্দিন আল আজহারী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবী প্রভাষক সৈয়্যদ ইউনুস রজভী। আরও আলোচনা করেন ইরাক থেকে আগত শাহসুফি সৈয়দ আফিফ উদ্দিনের শাহজাদা শাহসুফি সৈয়দ আবদুর রহমান, মোস্তফা হাকিম গ্রুপের চেয়ারম্যান এম.. তাহের, পরিচালক মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, আবদুল কাদের মাইজভান্ডারী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, মাওলানা ফরিদুল আলম, আবদুল মান্নান।

কদম মোবারক শাহী মসজিদ : শনিবার বাদ মাগরিব কদম মোবারক শাহী মসজিদ শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের উদ্যোগে কদম মোবারক শাহী মসজিদে শাহাদাতে কারবালা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল মোঃ ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন ও প্রধান বক্তা ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব ও হালিশর তৈয়্যবীয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী। বিশেষ বক্তা ছিলেন কদম মোবারক শাহী জামে মসজিদের ইমাম কাজী জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন এম এ সোবান, রশিদ আহমেদ আব্দুল নূর মাসুদ, জসিম উদ্দিন, জানে আলম, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ রাসেল, আনিসুল ইসলাম, মামুনুর রশিদ রিয়াদ, মো. আলম, মোহাম্মদ আইয়ুব প্রমুখ। সভার শুরুতে নাতে রসূল পাঠ করে হাফেজ হাবিবুর রহমান।

বিশ্ব সুন্নী আন্দোলন : শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলনবাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এক শোভাযাত্রা পুরাতন রেল স্টেশন চত্বর হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লালদীঘী ময়দানের পশ্চিম দিকে জেলা প্রশাসকের কার্যালয় সন্মুখস্থ সড়কের পাশে সমাবেশ ও সালাতু সালামের মাধ্যমে কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় সমাবেশে সভাপতিত্ব করেন আল্লামা আরেফ সারতাজ। শোভাযাত্রায় আসংখ্য পীর মাশায়েখ, ওলামায়েকেরাম ও মাবোনরা সহ অসংখ্য শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। এতে বক্তারা বলেন, সত্য ও মানবতার মুক্ত প্রবাহ জারি রাখাই ছিল শাহাদাতের কারবালার অন্যতম মূল লক্ষ্য। পবিত্র কলেমার মর্মধারার চুড়ান্ত প্রকাশ মহান শাহাদাতে কারবালার শিক্ষা ব্যতীত ঈমানী অস্তিত্ব ও দ্বীনের প্রকৃত রূপরেখা এবং অপশক্তির গ্রাসমুক্ত স্বাধীন মানবতার কোন উপায় নেই।

আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (.) বাংলাদেশ : শাহাদাতে কারবালা স্মরণে শনিবার (২৯ জুলাই) নগরীর নগরীর মুমিন রোডস্থ কদম মোবারক জামে মসজিদ গেইটে ১ হাজার পথচারী ও চালকদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। সূফীতত্ত্ব গবেষণা ও মানব কল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মাওলানা ইকবাল ইউসূফের মুখে শরবত তুলে দিয়ে তিনি কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (.) বাংলাদেশের আয়োজনে উক্ত আয়োজনের সঞ্চালনায় ছিলেন আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (.), বাংলাদেশের মিডিয়া সেল প্রধান শাহ মিডু। সমাবেশে মুনাজাত পরিচালনা করেন সংগঠনের আহ্বায়ক মাওলানা নূরুল আবছার তৈয়বী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুল আলীম দোভাষ, চট্টগ্রাম দরবার শরিফের মোন্তাজেম ডা. শাহজাদা ছৈয়দ আরেফ হোসাইন, খলিফা ও আওলাদে রাহে ভান্ডারী শাহজাদা ছৈয়দ বশির আহমদ মনি, খলিফায়ে রাহে ভান্ডারী সুলতানুল আলম খোকন, খলিফায়ে রাহে ভান্ডারী শাহজাদা ছৈয়দ সাইফুল আলম নাইডু, খলিফায়ে রাহে ভান্ডারী মাওলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত, সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম আল কাদেরী, সমাজ সেবক মোহাম্মদ নূরুল আবচার, খলিফায়ে রাহে ভান্ডারী মোহাম্মদ তসলিম উদ্দিন, খলিফায়ে রাহে ভান্ডারী আলী আকবর বাবুল, ডাক্তার মোহাম্মদ রবিন, এডভোকেট ইব্রাহীম হোসেন বিপু, শাহজাদা ইব্রাহীম বাপ্পী ও শাহজাদা ইছমাঈল ইফতি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজেএসএসের জাতীয় সম্মেলন সমাপ্ত, নেতৃত্বে পুরনোরাই
পরবর্তী নিবন্ধআলোকিত মানুষরাই পারে সুন্দর সমাজ উপহার দিতে