অন্য লুকে অনন্ত জলিল

| রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:২০ পূর্বাহ্ণ

অন্তত জলিল পর্দার ভেতরে ও বাইরে, বরাবরই নায়কোচিত লুকে থাকতে পছন্দ করেন। তবে এবার তিনি যেভাবে দর্শকদের সামনে আসছেন, সেটি ব্যতিক্রম বলা যায়। বছরের শুরুতেই তিনি তার ভক্তসমালোচকদের চমকে দিলেন ভিন্ন লুকে হাজির হয়ে। চুলে আর্মি কাট, পরনে লুঙ্গি, গলায় গামছা, হাতে রেডিও, খানিক অচেনা অনন্ত জলিল। আর এই লুকটি তিনি ধারণ করেছেন আলোচিত ছবি মুক্তিযুদ্ধের ইতিহাসগাঁথা ‘অপারেশন জ্যাকপট’ এর জন্য। ছবিটি শুটিং শুরু হয়েছে চলতি সপ্তাহে। তাতে গত শুক্রবার থেকে অংশ নিলেন অনন্ত জলিল।

জলিলের দাবি, ১৪ বছরের ক্যারিয়ারে তাকে এমন গেটআপে দেখেননি সিনেমার দর্শকরা। চরিত্রের প্রয়োজনেই তিনি প্রথমবার এমন লুকে হাজির হতে যাচ্ছেন। তারই শুরুটা হলো শুক্রবার বিএফডিসি’র ২ নম্বর ফ্লোর থেকে।

পিরিওডিক্যাল সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণ করছেন দেলোয়ার জাহান ঝন্টু ও রাজীব কুমার। ছবিটির প্রযোজক স্বপন চৌধুরী বলেন, অনন্ত জলিলের ডেডিকেশন আমাকে উদ্বুদ্ধ করেছে। সিনেমায় দুটো লুকেই আমরা তাকে দেখাবো। যেহেতু এটা নির্মাতাদ্বয় জানান, সিনেমাটি কমান্ডো মিশন নির্ভর গল্প। যে কারণে হিরোয়েটিক ব্যাপারটা অনুল্লেখযোগ্য, এখানে চরিত্রের গভীরতা গুরুত্বপূর্ণ। ২৯ ডিসেম্বর থেকে প্রথম লটে এফডিসিতে শুরু হওয়া ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। তারপর গাজীপুর সহ চারটি সমুদ্র বন্দর হয়ে ভারত ও ফ্রান্সে হবে সিনেমাটির বাকি শুটিং।

পূর্ববর্তী নিবন্ধতরুণ নির্মাতার তিন সিনেমা ভাবনার ‘চারুলতা’য় শুরু
পরবর্তী নিবন্ধচলাফেরা করতে পারছেন না মীর!