অন্য কাব্য

রাজিউর রহমান বিতান | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

জীবন, সেতো ছোট ছোট সুখ,

বিপরীতে বড় বড় দুঃখ;

ভেঙে যাওয়া স্বপ্ন,

জোড়া না লাগা মন!

তবু জোর দিয়ে বলছি,

মানুষ যদি হয় অনন্য সৃষ্টি,

তবে আমি তার অন্যতম;

হৃদয় উৎসারিত উজাড় করা প্রেম

এক হৃদপিণ্ডে ধারণ করে যে,

সেই আমি তবে, নিঃসন্দেহে

অন্যমাত্রার একজন;

গল্পটাতো জানে শত বৃক্ষ আর

জানে সহস্র ফুল,

আরো জানে পতেঙ্গার

চঞ্চল জলউর্মি,

আর পাহাড়সমুদ্র বেষ্টিত

চিরচেনা এই প্রাচীন শহর;

বোবা প্রেম তবু জানলোনা

এই অনুচ্চারিত অনুভব!

নীল দীর্ঘশ্বাসে অদ্যাবধি বেঁচে আছে,

আদিগন্ত স্বপ্ন হৃদয়ে ধারণ করা একটি মানুষ!

এইতো এক জীবনের অমীমাংসিত গল্প!

কখনো কুয়াশা কখনো বা রোদ্দুরের লুকোচুরি অল্পস্বল্প!

আশা নিরাশার দোলাচলে বাঁচি,

জীবন নাট্যের শেষ অঙ্কে কী আছে,

তাই দেখার অপেক্ষায় আছি!

পূর্ববর্তী নিবন্ধবেপরোয়া কিশোর গ্যাং প্রতিরোধ করা সময়ের দাবি
পরবর্তী নিবন্ধআমাদের স্বভাব