অন্ধকার ভেদ করে আলোর খোঁজে

রাশেদুল ইসলাম আকিব | শুক্রবার , ১২ ডিসেম্বর, ২০২৫ at ৮:৫৯ পূর্বাহ্ণ

জীবনের পথচলায় এমন কিছু সময় এসে দাঁড়ায়, যখন সব আলো নিভে গেছে বলে মনে হয়। দিনগুলো ভারী হয়ে ওঠে, রাতগুলো দীর্ঘ হয়, মনভাঙা নীরবতা মানুষকে ক্লান্ত করে দিতে চায়। সেই অন্ধকারই মানুষের সবচেয়ে বড় শিক্ষক কারণ আলোকে চিনতে হলে আগে অন্ধকারের গভীরতা অনুভব করতে হয়। স্বপ্ন মানুষের দৃষ্টিকে বদলে দেয়। ভেঙে পড়া মনেও নতুন শক্তি জাগায়। অনেকেই বিশ্বাস করে স্বপ্ন দেখা নাকি অবাস্তব এক বিলাসিতা, কিন্তু বাস্তবতার কঠিন দেয়াল ভেদ করতে হলে প্রথম দরকার স্বপ্নের শিখা। যারা আলোকে দূর থেকে দেখেও হাঁটতে থাকে, তাদের পথ একসময় উজ্জ্বল হয়ে ওঠে। স্বপ্ন মানুষকে সীমা ছাড়িয়ে যেতে শেখায়, পরিবর্তনের দিকে ঠেলে দেয়, প্রতিটি পদক্ষেপে নতুন অর্থ তৈরি করে। বাধা, ক্লান্তি, অনিশ্চয়তা এসবই স্বপ্নের সঙ্গে থাকে। কোনো স্বপ্নই সহজ নয়। কষ্টের ভেতর দিয়েই সে তার রূপ তৈরি করে। ব্যর্থতা অনেক সময় মানুষকে থামিয়ে দেয়, কিন্তু ব্যর্থতাকে নতুন সিঁড়ি বানানোর শক্তি যাদের আছে, তারা শেষ পর্যন্ত পথ তৈরি করে। প্রতিটি হার মানুষকে পরিণত করে, গভীরতা শেখায় এবং নিজের আলো সম্পর্কে সচেতন করে তোলে। মানুষের সময়ও খুব সীমিত। অতিথি পাখির মতো আমরা কিছুদিন আকাশে উড়ে আবার ফিরে যাই। এই অল্প সময়ের ভেতরেই কেউ আলো জ্বালায়, কেউ অন্ধকারে ঢেকে যায়। স্বপ্ন মানুষকে নিজেকে ছাড়িয়ে অন্যের জীবনে আলো দিতে শেখায় এটাই তাকে মহৎ করে তোলে। অন্ধকারকে উপেক্ষা করা যায় না, কিন্তু তাকে জয় করা যায়।

অন্ধকারের ভেতরেই জন্ম নেয় সেই আলো, যা মানুষকে আগলে রাখে, সামনে নিয়ে যায়। আলো কখনো হঠাৎ আসে না; ধৈর্য, বিশ্বাস ও অবিরাম চেষ্টা তাকে কাছে আনে। প্রতিটি চেষ্টা মানুষের ভেতরের আলোকে আরও স্পষ্ট করে তোলে এবং তাকে নতুন উচ্চতায় দাঁড় করায়। যে স্বপ্ন নিজের মাঝে স্থির থাকে, সেই স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায়। পথ যতই কঠিন হোক স্বপ্নের আলোই তাকে অর্থ দেয়, তাকে বাঁচিয়ে রাখে। মানুষের জীবনকে সুন্দর করে তোলে সেই আলো, যা অন্ধকার ভেদ করে ওঠে এবং নিজের পাশাপাশি অন্যের পথও আলোকিত করে।

পূর্ববর্তী নিবন্ধরাস্তায় ঢাকনাবিহীন ম্যানহোলে ঢাকনা দেয়া হোক
পরবর্তী নিবন্ধদেরিতে হলেও যৌক্তিক চিন্তা চেতনা