পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শেখ হাসিনা যতদিন থাকবেন বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। গতকাল শনিবার নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার হাত ধরে পাহাড়ি জনপদের চিত্র পাল্টে গেছে। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষিসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামীতে দুর্গম দোছড়িতে অচিরেই বিদ্যুতের আলোয় আলোকিত হবে। আর আগে দোছড়িতে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। গতকাল দুদিনের সফরের প্রথমদিন মন্ত্রী দোছড়ির তুলাতলী ও বাহিরমাঠ এলাকায় ফলক উন্মোচন করে এলজিইডির প্রকল্প এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী আবু সাদত মো. জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ক্যানে ওয়ান চাক, কেলু অং মার্মা প্রমুখ।
জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, মংলাওয়াই মার্মা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, দোছড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর প্রমুখ।