অন্তরা মিত্রের সঙ্গে গাইলেন রিজভী

| শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:২৭ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সংগীতশিল্পীর সাথে ডুয়েট গান করলেন বলিউডের জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। রোমান্টিক ঘরনার এই গানটিতে তিনি জুটি বেঁধেছেন ‘চোখেরই পলকে’ খ্যাত গায়ক রিজভী ওয়াহিদের সঙ্গে। ‘চলে আয়’ শিরোনামের এই গানটি লিখেছেন ঋতম সেন। সুর ও সংগীতায়োজন করেছেন ডাব্বু। ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করছে গানটি। অস্ট্রেলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনের চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান। এতে রিজভী ওয়াহিদের সাথে মডেল হয়েছেন ভারতীয় মডেল, ড্যান্সার ও কোরিওগ্রাফার মানজাংকা জিনি ডি। ‘ভালোবাসা যত দূরে নিয়ে যাবে, যাবি কি তুই/ তোরই চোখে প্রেমের ঝোঁকে আমায় খুঁজে, পাবি কি তুই’-এমন কথার গানটি নিয়ে রিজভী ওয়াহিদ বলেন, ‘আমার পছন্দের শিল্পীদের একজন অন্তরা মিত্র। তিনি বলিউডের জনপ্রিয় একজন তারকা। বাংলা গান গেয়ে বাঙালি শ্রোতাদের মনও জয় করেছেন। তার সাথে কাজ করার ইচ্ছা ছিল খুব। এবার গানটি করে ফেললাম। তিনি খুব সুন্দর গেয়েছেন। গানের গল্পের সঙ্গে মিল রেখেই ভিডিওটি বানানো হয়েছে। আশা করছি আমার অন্যান্য গানগুলোর মত এটিও শ্রোতারা গ্রহণ করবেন। ধ্রুব মিউজিক স্টেশন জানায়, তাদের ঈদ আয়োজনে আজ ৭ মে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গান- ভিডিওটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্‌প্ল্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে।

পূর্ববর্তী নিবন্ধএক নাটকে ৩৯ গান!
পরবর্তী নিবন্ধচার দেশ ঘুরে এক গান!