অনেক দলের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ : মোসাদ্দেক

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:৩১ পূর্বাহ্ণ

জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজে পরিষ্কার ফেভারিট বাংলাদেশ। তবে শুধু জিম্বাবুয়েই নয়, ওয়ানডেতে অন্য অনেক দলের চেয়েই নিজেদেরকে এগিয়ে রাখেন মোসাদ্দেক হোসেন। হারারেতে মঙ্গলবার অনুশীলনের আগে বিসিবির ভিডিও বার্তায় মোসাদ্দেক তুলে ধরলেন নিজের ভাবনা। ‘আমাদের ওয়ানডে দল অন্য অনেক দল থেকে এই জায়গায় এগিয়ে যে, আমাদের দলে চারজন অভিজ্ঞ ক্রিকেটার আছে এবং সঙ্গে তরুণদের সমন্বয় আছে, এটা অনেক দলেই হয়তো নেই। এদিক থেকে আমাদের অবস্থান খুব ভালো। আমাদের অপশন অবশ্যই অনেক বেশি। বেশির ভাগ ক্রিকেটারই বোলিং-ব্যাটিং দুটিই করতে পারে। এটা দলের জন্য খুবই ভালো দিক।’ মোসাদ্দেক এই সিরিজটাকে মনে করছেন তাদের জন্য ভালো সুযোগ। ‘আমাদের জন্য এটা খুবই সঠিক সময়। আমরা যারা আছি, একসঙ্গে শুরু করেছি, দলে থিতু হওয়ার ও পারফর্ম করার উপযুক্ত সময়। ধারাবাহিকতার ওপর কিছু নেই। ধারাবাহিক হতে পারলে দলে জায়গা পাকাপোক্ত হবে এবং বাংলাদেশ দলের জন্য লাভ হবে। পারফরম্যান্সের ওপর কিছু নেই, সেদিকেই নজর দিচ্ছি।’ ‘নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়ার পর শ্রীলংকার সঙ্গে সিরিজ খেলি। শেষ ম্যাচে আমি মনে করি খুবই ভালো ব্যাটিং করেছি। যদিও শেষ করতে পারিনি। এখন যদি এরকম দায়িত্ব পাই, অবশ্যই শেষ করার চেষ্টা থাকবে।’

পূর্ববর্তী নিবন্ধতৃপ্তি নিয়ে দেশে ফেরা সাদমানের
পরবর্তী নিবন্ধ‘ম্যারাডোনার সাথে মেসির তুলনা চলে না’