অনূর্ধ্ব-১৮ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ আজ শুরু

| বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ ৬ মার্চ থেকে চিটাগাং ক্লাব স্পোর্টস কমপ্লেক্সে শুরু হবে দ্বিতীয় অনূর্ধ্ব ১৮ জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। চিটাগাং ক্লাব লিঃ এর সার্বিক তত্ত্বাবধানে ক্লাব এর নিজস্ব ভেন্যুতে তিন দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপ ৮ মার্চ পর্যন্ত চলবে। দেশের ৭টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে বিকেএসপি, ঢাকা জেলা, খুলনা জেলা, চাঁদপুর জেলা,রাজশাহী জেলা, যশোর জেলা ও স্বাগতিক চট্টগ্রাম জেলা দল। চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বিকেল সাড়ে ৮টায় চিটাগাং ক্লাব বাস্কেটবল কোর্টে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন। আগামী ৮ মার্চ সকাল ১০টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধস্কুল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলায় আগ্রহী ছাত্রীদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধমোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা