অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩৬ পূর্বাহ্ণ

হবিগঞ্জ থেকে যে যাত্রা শুরু হয়েছিল চট্টগ্রামের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী কিশোরদের সেটা শেষ হলো কুমিল্লায় গিয়ে শিরোপা জয়ের মধ্য দিয়ে। হবিগঞ্জে টানা চার ম্যাচে জিতে অপরাজিত থেকেই কুমিল্লায় গিয়েছিল সেমিফাইনালে খেলতে। সে ম্যাচে হবিগঞ্জকে হারিয়ে জায়গা করে নেয় ফাইনালে। আর ফাইনালে সিলেট জেলা দলকে উড়িয়ে দিয়ে অপরাজিতভাবেই বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রামের কিশোররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ফাইনালে সিলেটকে ৭৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে চট্টগ্রাম জেলা দল। কুমিল্লা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করেেত নেমেছিল চট্টগ্রাম। কিন্তু শুাংতেই দুই ওপেনারকে হারিয়ে বসে চট্টগ্রাম। ১২ রানে দুই উইকেট হারানোর পর আফ্‌ফান মাহবুব, মাহির শাহরিয়ার এবং হামজা মাহমুদের ব্যাটে চড়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারাও দলকে বেশিদূর নিয়ে যেতে পারেনি। আফ্‌ফান ১১, মাহির ৩১ এবং হামজা ফিরে ২৪ রান করে। তবে শেষ দিকে রুবায়েত খানের অপরাজিত ২৫ রানের সুবাদে শেষ পর্যন্ত ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে চট্টগ্রাম জেলা দল। সিলেট জেলা দলের পক্ষে ৩টি উইকেট নেয় সাব্বির। ২টি করে উইকেট নিয়েছে তফাদার, রায়হান এবং সুফল।
১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ না করলেও চট্টগ্রামের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি সিলেটের ব্যাটাররা। বিশেষ করে সাদমানের বোলিং তোপের মুখে পড়ে ক্রিজে দাঁড়াতেই পারেনি সিলেটের ব্যাটাররা। ফলে ২৯.১ ওভারে মাত্র ৮৪ রান করে অল আউট হয় সিলেট জেলা। দলের পক্ষে মাত্র তিনজন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলেন মাজহারুল হক ২০, ইলিয়াস আহমেদ ১৬ এবং রায়হান খান ১৫।
বাকিদের কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রামের পক্ষে সাদমান ৯ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছে ৬ উইকেট। ২টি উইকেট নিয়েছে রুবায়েত খান। একটি করে উইকেট নিয়েছে জুয়েল এবং আফ্‌ফান।
চট্টগ্রাম দলের অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন ম্যানেজার সাইফুল্লাহ চৌধুরী, সহকারী ম্যানেজার আলী হাসান রাজু, কোচ ফারুক হোসেন টিটু এবং সহকারী কোচ জনি দে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে আব্দুর রহমান মিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৯.২৯ কোটি টাকা