অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে ফেনীর জয়

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৬ ক্রিকেটে চট্টগ্রাম ভেন্যুর খেলায় জয়লাভ করেছে ফেনী জেলা। তারা ২৮ রানে নোয়াখালী জেলাকে পরাজিত করে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জিতে নোয়াখালী প্রথমে ব্যাট করতে পাঠায় ফেনীকে। ৩৯ ওভার খেলে ফেনী সব উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। দলের মেহেরুল ইসলাম ২৬, নুরুল আবসার ২১,মিনহাজুর রহমান ১৭ এবং সামির রহমান ১৫ রান করেন।

নোয়াখালীর আবদুল আজিজ শাহেদ ৩টি এবং মেহেরাব হাসান মাহির এবং মইনুল ইসলাম প্রান্ত ২টি করে উইকেট নেন। জবাবে নোয়াখালী জেলা ২৭.২ ওভার খেলে ৭৩ রানে অল আউট হয়ে যায়। দলের শাহনেওয়াজ হোসেন ১১ এবং ইমরান ১০ ছাড়া আর কেউ দ্বিঅংকের ঘরে যেতে পারেননি।

অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ২৭ রান। ফেনীর মেহেরুল ইসলাম ৪টি উইকেট লাভ করেন। ২টি উইকেট পান আশরাফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধএবিএম মহিউদ্দীন চৌধুরী স্মৃতি উন্মুক্ত ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত
পরবর্তী নিবন্ধফ্রেন্ডস্‌ ক্লাব কারাতে একাডেমির বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন