অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে চট্টগ্রাম গ্রুপ চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩০ পূর্বাহ্ণ

বিসিবি আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম জেলা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত পূর্বাঞ্চলে নিজেদের শেষ খেলায় চট্টগ্রাম ৯ রানে ফেনী জেলাকে পরাজিত করে। এই নিয়ে চট্টগ্রাম তাদের ৪টি খেলাতেই টানা জয়লাভ করলো।
গতকাল টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করে। কুয়াশার জন্য দেরীতে শুরু হলে খেলা ৪২ ওভারে নির্ধারন করা হয়। চট্টগ্রাম ৪১.৫ ওভার ব্যাট করে ১৫৭ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। শূন্য রানে চট্টগ্রামের ওপেনিং জুটি ভেঙে গেলেও পরবর্তীদের মধ্যে রাদিয়ান ১৬,মাহির মো. শাহরিয়ার ১৬, হামজা মাহমুদ ৪৯ এবং তালহা জুবায়েরের ৩৯ রানে চট্টগ্রাম নিজেদের ইনিংস দেড়শো পার করতে সমর্থ হয়। ফেনীর পক্ষে সিফাজুল ইসলাম এবং সাজ্জাদ হোসেন ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট ভাগ করেন আল আমিন,সাফাতুল করিম,আশরাফুল ইসলাম এবং মো. সাব্বির।
জবাবে ফেনী জেলা ৪২ ওভার খেলে ১৪৮ রানে অলআউট হয়। শুরুতে ফেনী ভালো শুরু করলেও পরে আর সে ধারা বজায় রাখতে পারেনি। উদ্বোধনী ব্যাটসম্যান সাইফুল্লাহ মাহমুদ ২৯ এবং মোহাম্মদ হামিদ ১০ রান করে আউট হন। এছাড়া আল আমিন হোসেন ৩৩,তারিকুল আহমেদ ২১,আশরাফুল ইসলাম ১৩, সাজ্জাদ হোসেন অপরাজিত ১১ রান সংগ্রহ করেন। অতিরিক্ত থেকে ১৯ রান যোগ হয়। এর মধ্যে ১৮ রান আসে ওয়াইড বল থেকে। চট্টগ্রামের মো. আসিফ ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নেন। জুয়েল ত্রিপুরা ২টি,সৌম্য এবং সাদমান ১টি করে উইকেট নেন। চট্টগ্রাম আগামী ১৪ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে সেমিফাইনাল খেলায় অংশ নেবে হবিগঞ্জের বিপক্ষে। খেলাটি কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধদুই শতদলের লড়াইয়ে সিনিয়রদের জয়
পরবর্তী নিবন্ধবিপিএলের পঞ্চম রাউন্ড শুরু হচ্ছে আজ