অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৫২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত অনূধ্‌র্ভ-১৬ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল। চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম জেলা দল ৪৫ রানে হবিগঞ্জ জেলা দলকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। টুর্নামেন্টের শুরু থেকেই এখনো পর্যন্ত অফরাজিত চট্টগ্রাম জেলা দল। হবিগঞ্জে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্বে সবকটি ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই। এবার ফাইনাল নিশ্চিত হলো চট্টগ্রামের। গতকাল কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে। প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল শুরুটা ভাল করতে না পারলেও তালহা জোবায়ের এর দুর্দান্ত ব্যাটিং এর উপর ভর করে ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে তালহা জোবায়ের ৮৫ বলে ৬৫ রান। যেখানে ৫টি চার এবং ৩টি ছক্কা মেরেছেন এই কিশোর। এছাড়া দলের পক্ষে অন্যান্যের মধ্যে মেহরাজ ২০, মাহির ২০, রুবায়েত ১৭, হামজা ১৬ এবং সাদমান করে ১৩ রান। হবিগঞ্জ জেলার পক্ষে ৩টি উইকেট নিয়েছে হাবিবুর রহমান। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে মাহিদুল এবং মুসলিম।
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হবিগঞ্জ জেলা দল শুরু থেকেই চাপের মুখে পড়ে। চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে মোটেও সুবিধা করতে পারেনি। বিশেষ করে আসিফ এবং মোহতাসিনের বোলিং তোপের মুখে পড়ে ৪০.১ ওভারে ১৪৬ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করে তানভীর। এছাড়া সোহান ১৬, দিব্যজ্যোতি ২৩, জোবায়ের ২৩ এবং নাইম কারে ১১ রান। চট্টগ্রামের পক্ষে ২২ রানে ৪টি উইকেট নেয় মোহতাসিন। ২টি করে উইকেট নিয়েছে আসিফ এবং রুবায়েদ। একটি উইকেট নিয়েছে জুয়েল। আগামী ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগ আজ থেকে শুরু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬৫.৫২ কোটি টাকা