বি কে এন্ড কে এম এর পৃষ্ঠপোষকতায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক দলসমূহকে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময়ে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব কার্যালয়ে যোগাযোগ করার সম্মতি প্রদান করতে বলা হয়েছে। বিজয়ী দলকে ট্রফিসহ নগদ ২৫ হাজার টাকা,রানার্স আপ দলকে ট্রফিসহ নগদ ১৫ হাজার টাকা, টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, সুশৃঙ্খল দল,প্রতি খেলার ম্যান অফ দ্যা ম্যাচ সহ অংশগ্রহণকারী সকল দলকে জার্সি প্রদান করা হবে।
চট্টগ্রাম বিভাগের প্রতি জেলা এবং চট্টগ্রামের পর প্রতি উপজেলা থেকে একটি করে ও মহানগরের প্রতিটি থানা থেকে বাছাইয়ের মাধ্যমে দল নেওয়া হবে। বিশেষ প্রয়োজন যোগাযোগ : ০১৮১৯৯২৭৮৩০, ০১৮৬৭৬৫২৭০২,০১৯১৮৬৮১৬৩১।