অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে শিকলবাহা স্পোর্টস একাডেমি। গতকাল শনিবার কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শিকলবাহা ১-০ গোলে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে। কোচ মোহাম্মদ ফরিদের প্রশিক্ষণাধীন শিকলবাহা স্পোর্টস একাডেমির স্ট্রাইকার ইরফানুল ইসলাম দিহান নিখুঁত ফিনিশিংয়ে খেলার একমাত্র গোলটি করেন। খেলার ৩১ মিনিটে এ গোলটি হয়। এ খেলায় নিশ্চিত কয়েকটি গোল রক্ষা করায় শিকলবাহা স্পোর্টস একাডেমির গোলরক্ষক মো. আসিফুর রহমান আসিফকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেয়া হয়। তার হাতে পুরস্কার তুলে দেন ব্যবসায়ী মো. আবদুল মালেক এবং মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের সাবেক সংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান। আগামী ২৬ নভেম্বর বিকাল ৩টায় টুর্নামেন্টের ফাইনালে শিকলবাহা স্পোর্টস একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমি অংশ নেবে।