চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্ব–সিডিএফএ অনূর্ধ্ব–১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আজ ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অনুমোদিত চট্টগ্রামের ৩০টি একাডেমি দলের অংশগ্রহণে শুরু হচ্ছে এবারের টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে দুপুর ১টায় দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি এবং মিরশ্বরাই ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে। দিনের দ্বিতীয় খেলায় বেলা ৩.৩০ টায় আবদুস সোবহান ফুটবল একাডেমি এবং আনোয়ারা ফুটবল একাডেমি অংশ নেবে। এরমাঝে দ্বিতীয় খেলার পূর্বে দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী পর্ব।












