চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির উদ্যোগে ইতোমধ্যে চট্টগ্রামের যে সকল অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটার সিজেকেএস হতে প্রশিক্ষণ কর্মসূচির ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছে তাদের মধ্যে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটারদের আগামী ২৯ অক্টোবর শুক্রবার সকাল ৯ টায়, অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের আগামী ৩০ অক্টোবর শনিবার সকাল ৯ টায় এবং অনূর্ধ্ব-১৮ ক্রিকেটারদের আগামী ৩১ অক্টোবর রোববার সকাল ৯ টায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে বিসিবি কর্তৃক প্রাক-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত প্রাক-বাছাই কার্যক্রমে খেলোয়াড় পোশাক পরিধান পূর্বক যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে, বিসিবি কর্তৃক উক্ত প্রাক-বাছাইকৃত খেলোয়াড় থেকে চট্টগ্রাম অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দল গঠন করা হবে।