ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব–১৪ দল গঠন সম্পন্ন হয়েছে। বিভাগীয় কোচ মো. মোমিনুল হক, কুমিল্লা জেলা কোচ হাবিব মোবাল্লেগ জেম্স এবং চট্টগ্রাম জেলা কোচ মাহবুবুল করিম মিঠুর তত্ত্বাবধানে ৪ দিনব্যাপী সিলেকশন ক্যাম্প এবং ১০ দিন ব্যাপী স্কিল ক্যাম্প শেষ হয়।
পরে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ–সভাপতি এবং বিসিবি মিডিয়া কমিটির সদস্য সচিব আলহাজ্ব আলী আব্বাস এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। বিভাগীয় অনূর্ধ্ব–১৪ দল আজ ফরিদপুরের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবে।
আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি (২দিনের ম্যাচ) ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে রংপুর বিভাগের সাথে নিজেদের প্রথম খেলায় অংশগ্রহণ করবে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব–১৪ দল।