চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত শুক্রবার অনুষ্ঠিত হলো অনুস্বার কালচারাল স্কুল আয়োজিত মহানবী হযরত মোহাম্মদ (স.)-কে নিবেদিত আবৃত্তি ও নাত সন্ধ্যা ‘ইয়া নবী সালাম আলাইকা’। ধর্মীয় ভাবাবেগ, কাব্যিক উচ্চারণ ও নাতের সম্মিলনে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় পুরো আয়োজনে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও কথাসাহিত্যিক আরমানউজ্জামান। অতিথি ছিলেন আইইউসির ইংরেজি বিভাগের প্রফেসর ড. আজিজুল হক, কলামিস্ট মওলানা মনিরুল ইসলাম রফিক, ব্যাংকার মুহাম্মদ আখতারুজ্জামান এবং কবি ও সম্পাদক মাঈনউদ্দীন জাহেদ। সভাপতিত্ব করেন অনুস্বার কালচারাল স্কুলের পরিচালক ও আবৃত্তিশিল্পী শাওকী ইবনে সাফওয়ান। স্বাগত বক্তব্য দেন, বাচিকশিল্পী ও প্রশিক্ষক রাশেদুল ইসলাম। আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের হৃদয়ে রাসূলপ্রেম, নৈতিকতার শিক্ষা এবং ধর্মীয় চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা অনুস্বার কালচারাল স্কুলের এ আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন। আবৃত্তি পরিবেশন করেন সাইমুম মুরতাজা, তানভীর সিকদার, গিয়াস উদ্দিন, ইসলামুল হক তুষার, জাহেদুল ইসলাম ও মোসলেহ মহসিন। হৃদয়স্পর্শী নাত পরিবেশন করেন আসমা তাহসিন, আরিবা বিনতে আজিজ, আমিমা হক, মারিয়া, মুনতাসির, ইমদাদুল হক, এম. জি. মোস্তফা এবং রাশেদুল ইসলাম। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রাশেদুল ইসলামের পরিকল্পনা ও শাওকী ইবনে সাফওয়ানের নির্দেশনায় অনুস্বার কালচারাল স্কুলের শিক্ষার্থীদের সমবেত আবৃত্তি ‘রাসুল তুমি আলোক শিখা’। প্রেস বিজ্ঞপ্তি।