এশিয়া কাপ খেলতে যাওয়া বাংলাদেশের আকাশে শঙ্কার মেঘে এবার নতুন নাম মোস্তাফিজুর রহমান। অনুশীলনের সময় চোট পেয়েছেন তিনি। গতকাল ২৯ আগস্ট ছিল তাদের আনুষ্ঠানিক অনুশীলন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পাল্লেকেল্লেতে হয়েছে সেই অনুশীলন সেশন। সেখানেই অনুশীলন করার সময় আঘাত পেয়েছেন মোস্তাফিজ। তার এই চোট অবশ্য গুরুতর কিছু নয়। আসরে নিজেদের প্রথম ম্যাচের আগে এখনো পুরো একদিন সময় পাচ্ছে বাংলাদেশ। এই সময়ের মধ্যেই পুরো ফিট হয়েই ম্যাচ খেলার কথা এই বাঁহাতি পেসারের। যা আপাতত কিছুটা হলেও স্বস্তির খবর। চোটের কারণে আগেই এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। এরপর সেই তালিকায় যুক্ত হয় এবাদতের নাম। এই পেসার শুরুর স্কোয়াডে থাকলেও পরে ছিটকে গেছেন। তাছাড়া লিটন এখনও লঙ্কার বিমান ধরতে পারেননি।