বিসিবি একাডেমি ভবনের ক্যাটারিং সার্ভিসের এক সদস্য করোনায় আক্রান্তের প্রভাব পড়েছে জাতীয় দলের অনুশীলনেও। একই ভবনে মোহাম্মদ সাইফউদ্দিন ও নাইম শেখ অবস্থান করায় সোমবার থেকে মিরপুরে শুরু হওয়া ওয়ানডে দলের অনুশীলনে তারা যোগ দিতে পারেননি। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে ৫ জুলাই হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায় শুরু হয় দেশে অবস্থানরত ওয়ানডে দলের সদস্যদের অনুশীলন। যেখানে এসেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন, রুবেল হোসেন ও শামীম হোসেন। আসার কথা ছিল মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাইম শেখেরও। কিন্তু দিনের অনুশীলনে তাদের দেখা যায়নি। বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফিসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘মোস্তাফিজুর রহমান দুই দিনের ছুটি কাটাচ্ছেন বিধায় এদিন যোগ দিতে পারেননি। তবে মঙ্গলবার তিনি যোগ দিবেন। আর সাইফউদ্দিন ও নাইম শেখ বিকেলে আলাদা আলাদা অনুশীলন করবেন। তাদেরও আগামিকাল সবার সঙ্গে অনুশীলনে দেখা যাবে।’
পরে জানা যায় সাইফ, নাইম এদিন অনুশীলনই করতে পারেননি কারণ তাদের আবাসনে করোনা হানা দিয়েছে।