অনুমোদনহীন ফিলিং স্টেশনে গ্যাস বিক্রি

বোয়ালখালীতে মানছে না কেউ প্রশাসনের বারণ

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

দাহ্য পদার্থ গ্যাস উৎপাদন, বিকি-কিনি ও মজুদকরণে দেশে সুনির্দিষ্ট বেশ কিছু আইন কানুন ও বিধি-নিষেধ রয়েছে। অভিযোগ উঠেছে, প্রচলিত আইন ভঙ্গ করে বোয়ালখালীতে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অবৈধভাবে গ্যাস বিকি-কিনিতে লিপ্ত রয়েছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাপাশি দুর্ঘটনার শঙ্কা বিরাজ করছে অনেকের মাঝে। অভিযোগ রয়েছে- কোন প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে এমনিতেই উপজেলার সর্বত্র চলছে গ্যাসের ছোট-খাট অবৈধ ব্যবসা। এছাড়া একটি বৃহৎ প্রষ্ঠিানের বিরুদ্ধে অনুমোদনহীন ফিলিং স্টেশন গড়ে তুলে খোলাবাজারে এলপিজি গ্যাস বিক্রিরও অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানায়, মাস দুয়েক ধরে ফুলতলস্থ পৌর এলাকায় আরকান সড়কের পাশে নিয়ম নীতির তোয়াক্কা না করে এ স্টেশন থেকে রাতদিন গ্যাস বিক্রি করা হচ্ছে। শুধু তাই নয়, এখানে প্রতি লিটারে বাড়তি টাকা নেয়ার অভিযোগও রয়েছে। এভাবে জনগুরুত্বপূর্ণ স্থানে অবৈধ ফিলিং স্টেশন গড়ে তুলে বাড়তি টাকায় গ্যাস বিক্রির কারণে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপশি পরিবেশ দুষণ ও জনস্বার্থ বিঘ্নিত হওয়াসহ যেকোন দুর্ঘটনার আশংকা রয়েছে। এনিয়ে বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফিলিং স্টেশনটি এখনো অনুমোদন পায়নি। অনাপত্তি সনদের জন্য আবেদন করেছে মাত্র। তদন্ত করে রিপোর্ট দিয়েছি। অনুমতির আগেই স্টেশন চালু করে তারা অবৈধভাবে গ্যাস বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। তাদেরকে অনুমোদন ছাড়া ফিলিং স্টেশন চালাতে নিষেধ করা হয়েছে। শুনেছি, এরপরও তারা গ্যাস বিক্রি করছে। এ বিষয়ে মোস্তফিজুর রহমান নামের প্রতিষ্ঠানটির এক পরিচালকের মুঠোফোনে বার-বার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধবসতঘরে আগুন দেয়ার অভিযোগ