অনুমতি ছাড়া ওয়াসার রাস্তা খননে মেয়রের ক্ষোভ

চসিকের সাধারণ সভা ।। আবর্জনা অপসারণে সরঞ্জাম কেনা হবে বাড়ইপাড়া খাল খনন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৩:৫০ পূর্বাহ্ণ

নগরের পরিচ্ছন্ন কার্যক্রমে গতি বাড়াতে প্রয়োজনীয় সরঞ্জাম ও ৪১টি ওয়ার্ডের অলিগলির আবর্জনা অপসারণের সুবিধার্থে টমটম গাড়ি ক্রয় করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল বুধবার সংস্থাটির বর্তমান পর্ষদের ১৮ তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি চসিকের বিভিন্ন চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার জন্য সংশ্লিস্ট প্রকৌশলীদের নির্দেশনা দেন। এছাড়া অনুমতি ছাড়া ওয়াসার রাস্তার খনন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
রাস্তা খনন প্রসঙ্গে মেয়র বলেন, চট্টগ্রাম ওয়াসা কর্তৃক রাস্তা কর্তনের হালনাগাদ প্রত্যয়ন পত্র না থাকলে রাস্তা কাটা যাবে না। হালনাগাদ প্রত্যয়ন পত্র ব্যতীত রাস্তা কর্তন করলে সংশ্লিষ্ট ঠিকাদারের মালামাল জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় মেয়র গৃহকর আদায়ে অসঙ্গতিগুলো চিহ্নিত করে আপিলের মাধ্যমে নিষ্পত্তি করে আয় বৃদ্ধি করার নির্দেশনা দেন রাজস্ব বিভাগকে। এছাড়াও কর্পোরেশনের মালিকানাধীন ভূমিতে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ভাড়া আদায়ের মাধ্যমে আয়ের পরিধি বৃদ্ধির উপর জোর দেন। সভায় মেয়র আগামী শুষ্ক মৌসুমের আগে নগরীর রাস্তা-ঘাট ও ফুটপাত মেরামত কাজ একযোগে শুরু করা করা হবে ঘোষণা দেন। তিনি চলমান বাড়ইপাড়া খাল খনন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য প্রকৌশলীদের নির্দেশ দেন। এছাড়া আড়াই হজার কোটি টাকার প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করে স্টিমেট তৈরি করার নির্দেশ দেন। তিনি বলেন, কোনোভাবেই কাজের পুনর্মূল্যায়নের সুযোগ নেই। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে বারবার তাগাদা দেয়া হচ্ছে এবং কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছে।
মালামাল ক্রয় প্রসঙ্গে তিনি বলেন, আগাম চাহিদা গ্রহণ করে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং যান্ত্রিক বিভাগের যানবাহনগুলো আউট সোর্সিংয়ের মাধ্যমে মেরামত করা হবে। চসিক মেয়র আরো বলেন, বৈশ্বিক মহামারি ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দাভাব চলছে। এই পরিস্থিতিতে সরকারি মিতব্যয়ী হওয়ার নির্দেশনা বাস্তবায়নে সিটি কর্পোরেশন পরিচালনায় মিতব্যয়ী হতে হবে। তিনি বলেন, এবার কোরবানিতে পশুর বর্জ্য নির্ধারিত সময়ের পূর্ব অপসারণ করায় সর্বমহল থেকে চসিক অভিনন্দিত হয়েছে। অনুরূপ প্রকৌশল বিভাগের চলমান প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়িত হলে নগরের উন্নয়ন যেমন দৃশ্যমান হবে তখনো আমরা প্রশংসিত হবো।

পূর্ববর্তী নিবন্ধপাউবোর নিলাম দরপত্র শিডিউল ক্রয়ে বাধা
পরবর্তী নিবন্ধ০১৬৪৭৫২০৩০৯ নম্বর থেকে ফোন করে আজাদীর চিফ রিপোর্টারকে হুমকি