অনুজদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করল প্রাক্তনরা

পটিয়া রাহাত আলী স্কুল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ৬:১৩ পূর্বাহ্ণ

পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষার্থী অবশেষে পাচ্ছে সুপেয় পানি সুবিধা। তাদের সুপেয় পানির সুবিধা দিতে গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের ছাত্রদের পক্ষ থেকে একটি পানি বিশুদ্ধকরণ প্রকল্প স্থাপন করে দেয়া হয়। এতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সরওয়ার হায়দারের অনুরোধে ১৯৯৮ ব্যাচের কৃতী ছাত্র ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়াহিদ হাসানের নেতৃত্বে তার সহপাঠীরা অনুজ ছাত্রদের জন্য এ প্রকল্প স্থাপনের ব্যয়ভার বহন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের নিকট প্রকল্পটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য তৌফিক ইবনে সালাম, নাছির উদ্দিন, রাশেদ হোসেন খাদেমী, শফিউল আকতার চৌধুরী, শিক্ষক আহমদ শরীফ আজাদ, আবদুল মোতালেব এবং ১৯৯৮ ব্যাচের ছাত্রদের পক্ষে মোহাম্মদ রানা, আবুল কালাম, শহীদ, মুছা, আজীজ, জামাল, আসাদ, কামরুল ও ইরফান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআহমদিয়া পাড়া জনকল্যাণ সংস্থার দুই দশক পূতি
পরবর্তী নিবন্ধহাবিলাসদ্বীপ বালিকা বিদ্যালয়ের পঞ্চমবারের মতো সভাপতি স্বপন চৌধুরী