অনলাইনে টিকিট বিক্রির প্রথম দিনে ট্রেনের অর্ধেক টিকিট অবিক্রীত

বাস কাউন্টারে ভিড়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:০৭ পূর্বাহ্ণ

ঈদুল আজহায় উপলক্ষে গতকাল ১৬টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথমদিনে অর্ধেকের বেশি টিকিট অবিক্রিত রয়ে গেছে। গত ঈদের মত এবারও পূর্বাঞ্চলে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রী শুরু হয়েছে দুপুর ২টা থেকে। এবারও রেল কর্তৃপক্ষ ট্রেনে যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নেয়ায় কারণে চট্টগ্রাম রেল স্টেশনে টিকিটের জন্য ছিলনা সেই চিরচেনা ভিড়ের ভোগান্তির চিত্র। যাত্রীরা যে যার মত ঘরে বসে রেল সেবা অ্যাপস থেকে নির্বিঘ্নে ঈদের অগ্রিম টিকিট কেটে নিয়েছেন। তবে রেলওয়ের পরিবহন বিভাগ ও বাণিজ্যিক বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, গতকাল প্রথমদিনে বেশ কিছু ট্রেনের অর্ধেকের মত টিকিট রয়ে গেছে। তবে রেল কর্মকর্তারা বলেন, অবিক্রিত টিকিটগুলো এরই মধ্যে বিক্রি হয়ে যাবে।

অনলাইনে শতভাগ টিকিট বিক্রিরেল স্টেশনে নেই ভোগান্তির চিত্র : চট্টগ্রাম রেল স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির প্রথমদিনে (গতকাল বুধবার) যাত্রীদের মাঝে ১৬টি আন্ত:নগর ট্রেনের অগ্রিম অনলাইনে দেয়া হয়েছে। গতকাল বুধবার ২১ মে যাত্রীদের মাঝে দেয়া হয়েছে ৩১ মের টিকিট। ২২ মে দেয়া হবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি করা হবে ২ জুনের টিকিট। ২৪ মে বিক্রি করা হবে ৩ জুনের টিকিট। ২৫ মে বিক্রি করা হবে ৪ জুনের টিকিট। ২৬ মে বিক্রি করা হবে ৫ জুনের টিকিট। ২৭ মে বিক্রি করা হবে ৬ জুনের টিকিট।

তিনি বলেন, কাউন্টারে কোনো টিকিট বিক্রি হয়নি। যাত্রীদের মাঝে ১৬টি আন্ত:নগর ট্রেনের প্রায় ৮ হাজারের মত অগ্রিম টিকিট বিক্রির জন্য অনলাইনে ওপেন করা হয়েছে। প্রথমদিন বেশ কয়েকটি ট্রেনের টিকিট রয়েছে গেছে। প্রথমদিন যাত্রীদের মাঝে চাহিদা একটু কম থাকে।

তবে ময়মনসিংহগামী বিজয় এঙপ্রেস, সিলেটগামী পাহাড়িকা এঙপ্রেস এবং চাঁদপুরগামী মেঘনা এঙপ্রেসের টিকিটের চাহিদা ছিল বেশি।

শুক্রবার থেকে টিকিটের চাহিদা বেড়ে যাবে।

বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে গতকাল বুধবার থেকে।

আগামী ৩১ মে থেকে ঈদযাত্রা শুরু হবে। টিকিট বিক্রি শুরু হয়েছে ১০ দিন আগে থেকে।

এদিকে ট্রেনে ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রি প্রতিটি আন্তঃনগর ট্রেনের আসনের অতিরিক্ত ২৫ শতাংশ দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে বলে জানান রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এক্ষেত্রে চারটি আসন সংগ্রহ করতে পারছেন প্রতিবারের মতো। কোনো টিকিট রিফান্ড করা যাবে না। চট্টগ্রামচাঁদপুরচট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ২ নামে এক জোড়া ট্রেন চালানো হবে।

ঈদের অগ্রিম টিকিটের জন্য দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় লেগে আছে। গত ১৬ মে থেকে দূরপাল্লার বাসগুলোতে ঈদুল আজহার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রথমদিন থেকে ভিড় লেগে আছে। বিশেষ করে ৪, ৫ ও ৬ জুনের টিকিটের জন্য ভিড় করছেন যাত্রীরা।

ঈদে ননএসি বাসের অগ্রিম টিকিট দিয়ে থাকে বিআরটিসি বাস কাউন্টার থেকে। এজন্য কাউন্টারে ভিড় লেগে থাকে। এই ব্যাপারে শ্যামলী এনআর ট্রাভেলস পরিবহনের জিএম বাবুল আহমেদ আজাদীকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসযাত্রীদের মাঝে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আমাদের বিআরটিসি বাস কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। ওইখান থেকে অগ্রিম টিকিট নেয়ার পর নগরীর দামপাড়া, অলংকার মোড়, এ কে খান গেট, বিআরটিসি, কর্নেল হাট গেট, নেভি গেট, বায়েজিদসহ যে কোনো কাউন্টার থেকে যাত্রীরা উঠতে পারবেন। শ্যামলী এনআর ট্রাভেলস পরিবহনের মহাব্যবস্থাপক বাবুল আহমেদ বলেন, ঈদে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন প্রান্তে ২৫০ থেকে ৩০০ ননএসি বাস এবং ২৫০ থেকে ৩০০ এসি বাস যাবে। এতে প্রতিদিন ২৪ হাজারের মতো যাত্রী যেতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধআমাদের সন্তানরা ধীরে ধীরে মারা যাচ্ছে
পরবর্তী নিবন্ধবন্দরের চারগুণ স্টোর রেন্ট প্রত্যাহার চান ব্যবসায়ীরা