আহরণ পরিবেশ উন্নয়ন স্ব-উদ্যোগ কার্যক্রমের আওতায় অনলাইনে গল্প আহরণ প্রতিযোগিতার ১ম অধিবেশন গত ২৯ জুলাই সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন রাউজান আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাহবুব আয়োজিত এই প্রতিযোগিতায় সঞ্চালকের ভূমিকা রাখেন কলেজ শিক্ষার্থী আজীবা মেহ্রিন অনন্যা। স্কুল শিক্ষার্থী দেবাঞ্জনা বড়ুয়া শুরুতে কবি গোলাম মোস্তফার প্রার্থনা কবিতাটি পরিবেশন করে। আহরণ প্রসঙ্গ উপস্থাপন করে কলেজ শিক্ষার্থী ফাইরুজ নাওয়ার।
প্রতিযোগিতায় অংশ নেয় সূর্যদীপ বসু নিয়োগী, আবরার ফাইয়াজ, দেবাঞ্জনা বড়ুয়া, দেবোত্তম বড়ুয়া, চৌধুরী মালিয়াত ইসরাক, তাসফিয়া জাহান, আকীদ ইকবাল হক, মুনতাসির মাহমুদ ফাহিম, অঙ্কিতা রুদ্র ও সংহিতা রুদ্র।
রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে স্কুল শিক্ষার্থী অঙ্কিতা রুদ্র। রবীন্দ্র কাব্য থেকে নেয়া আহরণ ভাবধারা ও আহরণ স্লোগান পরিবেশন করেন আহরণের নির্র্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।