কলেজের একাদশ শ্রেণি ভর্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামীকাল ১০ আগস্ট শুরু হচ্ছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের এ আবেদন করা যাবে। প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর রাত ৮টায়। ২য় ও ৩য় পর্যায়ের ফল প্রকাশের পর ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে চলবে ভর্তি কার্যক্রম। ভর্তি কার্যক্রম শেষে ৮ অক্টোবর থেকে কলেজগুলোতে একাদশের ক্লাস শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত ২০২৩–২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় এসব তথ্য জানানো হয়েছে। ৬ আগস্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের স্বাক্ষরে এ নীতিমালা জারি করা হয়। মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী একাদশের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার।