দেশের প্রথম ‘অনলাইন বাংলা বইমেলা’ আগামীকাল ১ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬টায় মেলার উদ্বোধন করবেন খ্যাতিমান সমাজবিজ্ঞানী -প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। মাসব্যাপী এই আয়োজনে বাংলাদেশে জন্ম গ্রহণকারী ১৬০ লেখক অংশ নিচ্ছেন। এঁদের মধ্যে যেমন বরেণ্য লেখক রয়েছেন, তেমনি আছেন তরুণ নবীন লেখক। প্রত্যেক লেখক তাঁর প্রকাশিত সর্বোচ্চ ৫ আইটেমের বই প্রদর্শন করছেন। বইমেলা উপলক্ষ্যে বইয়ের প্রচ্ছদ, বইয়ের সংক্ষিপ্ত তথ্য (বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশক, বইয়ের ধরন, প্রকাশকাল, মূল্য), লেখকের ছবিসহ পরিচিতি বইমেলার ওয়েবসাইটে (http://www.banglaboimela.com) প্রকাশ করা হবে। অনলাইন ছাড়াও নির্বাচিত লেখকদের বই সাজানো থাকবে চট্টগ্রাম একাডেমিতে (কদম মোবারক বাই লেন, মোমিন রোড)। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত আগ্রহীরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এসে বই বাছাই করতে পারবেন। আগ্রহীদের ঠিকানায় বাংলা বইমেলা পরিষদ বই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। প্রেস বিজ্ঞপ্তি।