অনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হোক

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৮ পূর্বাহ্ণ

পৃথিবী যত এগিয়ে যাচ্ছে তত প্রযুক্তি নির্ভর হচ্ছে, তথ্য প্রযুক্তির এই যুগে স্মার্টফোনের ব্যবহারও দিন দিন বাড়ছে, সমাজের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত স্মার্টফোন ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, তবে স্মার্টফোন যেমন মানুষ ভালো কাজে ব্যবহার করছে তেমনই কিছু মানুষ জড়িয়ে পড়ছে অনৈতিক কাজে, তেমনি একটি ভয়াবহ নেশা বর্তমানে ‘অনলাইন জুয়া’। প্রযুক্তির সহজলভ্যতায় বাংলাদেশে দ্রুত বিস্তার লাভ করছে অনলাইন জুয়া। স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ থাকলেই এক ক্লিকের মাধ্যমে প্রবেশ করা যায় এই ভার্চুয়াল জুয়ার জগতে। সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে এসব জুয়ার বিজ্ঞাপন এসব বিজ্ঞাপন দেখে প্রলোভিত হয়ে জুয়ায় আসক্ত হচ্ছে তরুণ সমাজ। প্রথমে বিনোদনের জন্য শুরু হলেও ধীরে ধীরে এটি তরুণদের জন্য ভয়ংকর নেশায় পরিণত হচ্ছে। পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে শিক্ষার্থীরা, কর্মজীবীরা হারাচ্ছেন মনোযোগ। বসে বসে স্মার্টফোন ব্যবহার করে সহজেই টাকা আয় করার লোভ ধংসের পথে নিয়ে যাচ্ছে দেশের তরুণ প্রজন্মকে।

বাংলাদেশে জুয়া আইনত নিষিদ্ধ হলেও অনলাইনে এর নিয়ন্ত্রণ কার্যত কঠিন হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কিছু সাইট বন্ধ করলেও নতুন নামে আবারও চালু হচ্ছে এগুলো।

অনলাইন জুয়া শুধু ব্যক্তিকে নয়, গোটা সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই প্রজন্মের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

মোঃ জাবেদ জাহাঙ্গীর

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধরুডল্‌ফ ক্রিস্টফ ইউকেন : নোবেল বিজয়ী জার্মান দার্শনিক
পরবর্তী নিবন্ধশরৎ আভা